সত্যিকারের সবজান্তা-ক্রিকেট

 ১৫৫০ সালের দিকেও ক্রিকেট খেলার প্রচলন ছিল বলে জানা যায়। ১৫৯৭ সালের ১৭ জানুয়ারি এক মামলার সাক্ষী জন ডেরিকের সাক্ষ্যসূত্রে জানা যায়, ইংল্যান্ডের সারের গিল্ডফোর্ড নামের এক জায়গায় খেলাটি অনুষ্ঠিত হয়।ক্রিকেটের শুরুর দিকের তথ্যের অভাব দেখে বোঝা যায়, এটি সম্ভবত বাচ্চাদের খেলা ছিল।

সপ্তদশ শতকের পরে শ্রমিকেরা খেলাটি শুরু করে। আর রাজা প্রথম চার্লসের সময় থেকে অভিজাতশ্রেণী খেলাটির প্রতি আকৃষ্ট হতে শুরু করে।
 ক্রমে ক্রিকেটে বিপুল বিনিয়োগ শুরু হয় এবং লন্ডন ও দক্ষিণ ইংল্যান্ডে এটি জনপ্রিয় খেলায় পরিণত হয়। এ সময় বড় বড় ক্লাব ও পেশাদার ক্রিকেটে খেলোয়াড়ের আবির্ভাব হয়।
 এ সময় ইংরেজ উপনিবেশ স্থাপনকারীরা উত্তর আমেরিকা ও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকেরা ভারতীয় উপমহাদেশে ক্রিকেট খেলা ছড়িয়ে দেন।
 প্রথম আনুষ্ঠানিক টেস্ট ক্রিকেট ম্যাচটি শুরু হয় ১৮৭৭ সালের ১৫ মার্চ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে।
 ২ মে ১৯৬২ সালে ইংল্যান্ড কাউন্টি দলগুলোর মধ্যে প্রথম সীমিত ওভারের ক্রিকেট শুরু হয়।
ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম, সূত্র: উইকিপিডিয়া

No comments

Powered by Blogger.