ফিরে দেখা by ফ্রেডরিক মিষ্ট্রাল

নোবেলজয়ী ফরাসি কবি ফ্রেডরিক মিষ্ট্রাল ১৮৩০ সালের ৮ সেপ্টেম্বর ফ্রান্সের মেইলেনে জন্মগ্রহণ করেন। ১৯০৪ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ফ্রান্সের গুরুত্বপূর্ণ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ফেলিব্রিজের প্রতিষ্ঠাতা সদস্য তিনি। এছাড়া একাডেমি ডি মার্সেলির সদস্যও ছিলেন তিনি। বেশ সচ্ছল কৃষক পরিবারের সন্তান ছিলেন মিষ্ট্রাল। ৯ বছর বয়সের আগে তিনি স্কুলে ভর্তি হননি। প্রায়ই তিনি স্কুল পালাতেন।


এ কারণে বাবা-মা তাকে আবাসিক স্কুলে দিতে বাধ্য হয়েছিলেন। ব্যাচেলর্স ডিগ্রি লাভের পর মিষ্ট্রাল ১৮৪৮ থেকে ১৮৫১ সাল পর্যন্ত এইক্স ইন-প্রভেন্সে আইন বিষয়ে পড়াশুনা করেন। ৮ বছরের সৃজনশীল সাধনার ফসল হিসেবে ১৮৫৯ সালে প্রকাশিত হয় মিষ্ট্রালের কাব্যগ্রন্হ মিরিও। একজন অভিধান রচয়িতা হিসেবেও তার বিশেষ খ্যাতি রয়েছে। তার রচিত দ্বিভাষিক (অকিটান ফ্রেঞ্চ) অভিধান 'ল ট্রেজর ডে ফেলিব্রিজ' একটি উল্লেখযোগ্য কর্ম। আরেক ফরাসি সাহিত্যিক আলফানসো ডি লামারটিন মিষ্ট্রালের কর্মের অকুণ্ঠ প্রশংসা করেন। ১৮৭৬ সালে তিনি বিয়ের পিঁড়িতে বসেন। ফ্রান্সের প্রভেসা প্রদেশের ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। মেরিওর পাশাপাশি ক্যালেন্ডো, লিস ইস্কলো ডি'অর নেটো তার উল্লেখযোগ্য সাহিত্য কর্ম। ১৯১৪ সালের ২৪ মার্চ মিষ্ট্রাল পরলোকগমন করেন। -ইমরান রহমান

No comments

Powered by Blogger.