শিক্ষার্থীরা এখন অংকে কাঁচা

লেখাপড়া যতই আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে হোক না কেন, তাতে যে মেধাও বিকশিত হচ্ছে এমন ভাবার কোনো কারণ নেই। বরং আধুনিক শিক্ষার্থীদের চেয়ে সত্তরের দশকের শিক্ষার্থীদের ব্রেন বেশি শার্প ছিল বলে এক পরীক্ষায় প্রমাণিত হয়েছে। বিশেষ করে অংকে বেশি কাঁচা আজকালকার ছাত্রছাত্রীরা। ব্যাপারটি তুলনামূলক পরীক্ষায় ধরা পড়েছে।


তিরিশ বছর আগে ১৯৭৬ সালে ইংল্যান্ডের স্কুলগুলোতে যে অংকের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই প্রশ্নপত্র সংগ্রহ করে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেয়া হয়। ১১ থেকে ১৪ বছর বয়সী ৩ হাজার শিক্ষার্থীর দেয়া পরীক্ষার ফলাফলে দেখা গেছে আধুনিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষিত ছাত্রছাত্রীরা ৩০ বছর আগের ছাত্রছাত্রীদের চেয়ে ভালো রেজাল্ট করতে পারেনি। বরং কোনো কোনো ক্ষেত্রে আরও খারাপ করেছে। গবেষকরা আরও দেখেছেন বর্তমানে বেশিরভাগ স্কুলেই নিম্নমানের স্কোর করা শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। সত্তরের দশকে হলে এসব শিক্ষার্থীকে বিশেষ প্রশিক্ষণ স্কুলে ভার্তি করাতে হতো। তবে দুই প্রজন্মের ছাত্রছাত্রীদের মাঝে একটি সপষ্ট পার্থক্য ধরা পড়েছে। এখনকার শিক্ষার্থীরা অংকের ক্ষেত্রে ভগ্নাংশের চেয়ে দশমিকের সঙ্গে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ৩০ বছর আগে ভগ্নাংশ বিশ্লেষণেই শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যবোধ করত বেশি। তখন দশমিকের প্রতি তাদের খুব একটা আগ্রহ ছিল না।

No comments

Powered by Blogger.