প্রয়োজনে মন্ত্রণালয়ের ব্যাখ্যা নিয়ে কথা বলবেন প্রণব

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলেছেন, দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের (টু-জি স্পেকট্রাম) লাইসেন্স বরাদ্দের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের যে ব্যাখ্যা, প্রয়োজনে এ ব্যাপারে তিনি বক্তব্য দেবেন; তবে তা প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে কথা বলার পর। গতকাল মঙ্গলবার কলকাতায় নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আজ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে প্রণব মুখার্জির। সাংবাদিকদের তিনি বলেন, ‘দিল্লি ও নিউইয়র্কে আমি যা বলেছি, এখনো তা-ই বলছি।’ ওই মোবাইল ফোনের লাইসেন্স বরাদ্দের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, প্রয়োজনে এ ব্যাপারে তিনি কথা বলবেন।
অর্থমন্ত্রী বলেন, ‘গতকাল (সোমবার) আমি বলেছিলাম, যে পর্যন্ত প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকবেন, সে পর্যন্ত আমি অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যার ব্যাপারে কোনো বক্তব্য দেব না।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী আজ (গতকাল) সন্ধ্যায় দেশে ফিরছেন।

No comments

Powered by Blogger.