ফিলিপাইনে টাইফুনে সাতজন নিহত

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় নিসাত গতকাল মঙ্গলবার আঘাত হেনেছে। এতে এক শিশুসহ সাতজন নিহত ও চারজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তবে নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে।
রাজধানী ম্যানিলার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে এবং বাসাবাড়িতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারি অফিস ও সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পানি ঢুকে পড়েছে ম্যানিলা হাসপাতালেও। নিচতলার রোগীদের দোতলায় স্থানান্তর করা হয়েছে। বাতিল করা হয়েছে নির্ধারিত অনেক ফ্লাইট।
ফিলিপাইনে বছরে প্রায় ২০টি বড় ঝড় হয়। তবে সরকার জানিয়েছে, নিসাত এ বছরের মধ্যে সবচেয়ে বড় ঘূর্ণিঝড়।
নিসাত গতকাল ভোরের আগে লুজন দ্বীপের উত্তর-পূর্বে আঘাত হানে। এটি সকালে ঘণ্টায় সর্বোচ্চ ১৭০ কিলোমিটার গতিতে প্রবাহিত হচ্ছিল। ঘূর্ণিঝড়ের কারণে কর্তৃপক্ষ মধ্য আলবে প্রদেশের লক্ষাধিক এবং মারিকিনা নদীর তীরবর্তী পাঁচ হাজার লোককে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। মনে করা হচ্ছে, ঘূর্ণিঝড়টি পুরো ফিলিপাইন অতিক্রম করতে পারে।

No comments

Powered by Blogger.