আমাজন দিয়ে মহাসড়ক নির্মাণ আপাতত বন্ধ

আমাজনের মধ্য দিয়ে মহাসড়ক তৈরির কাজ স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস।
ওই মহাসড়ক নির্মাণের বিরুদ্ধে গত রোববার বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপসহ কয়েক শ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে।
এ ঘটনার প্রতিবাদে পদত্যাগ করেন মোরালেসের এক মন্ত্রী। মোরালেসও এর নিন্দা জানিয়ে কাজ বন্ধের ঘোষণা দেন।
প্রেসিডেন্ট মোরালেস বলেন, ওই মহাসড়কের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তিনি ওই অঞ্চলের ওপর ছেড়ে দেবেন। তিনি বলেন, ‘এ নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা হবে এবং কোচাবামবা ও বেনি প্রদেশকে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হবে, যাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদেরও ভূমিকা থাকে। আর ওই সময় পর্যন্ত কাজ বন্ধ থাকবে।’
তবে ওই দুটি প্রদেশকে ঠিক কীভাবে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি মোরালেস। তবে সরকারি সূত্র জানায়, এ প্রক্রিয়া শেষ করতে ছয় মাসের বেশি সময় লাগতে পারে।

No comments

Powered by Blogger.