ওল্ড ট্রাফোর্ডে ফিরছেন ক্যান্টোনা

আবার ওল্ড ট্রাফোর্ডে ফিরছেন এরিক ক্যান্টোনা। খবরটা শোনার পর নব্বইয়ের দশকের ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তরা স্মৃতিকাতর হয়ে যেতে পারেন। ম্যানইউর সেই সাবেক তারকা ফিরছেন, তবে ৪৫ বছর বয়সে তো আর খেলোয়াড় হিসেবে ফেরা সম্ভব নয়, ফিরছেন কোচ হয়ে। না, গুরু অ্যালেক্স ফার্গুসনের আসন টলিয়ে দিয়ে নয়, ক্যান্টোনা ফিরছেন যুক্তরাষ্ট্রের দল নিউইয়র্ক কসমসের কোচ হিসেবে। তাঁর একসময়ের সতীর্থ পল স্কোলসের বিদায়ী ম্যাচ হবে আগস্টে। সেই ম্যাচে ম্যানইউর বিপক্ষে আগস্টে খেলবে কসমস।
ওল্ড ট্রাফোর্ডে ফিরতে পেরে নিজের উচ্ছ্বাসটা লুকাননি ফরাসি এই সাবেক স্ট্রাইকার, ‘পলকে তার অবিশ্বাস্য ক্যারিয়ারটার জন্য অভিনন্দন জানাই। আর আমিও ওল্ড ট্রাফোর্ডে নিউইয়র্ক কসমসের হয়ে আমার নতুন ভূমিকায় ফেরার জন্য উন্মুখ হয়ে আছি।’
পেলের খেলে যাওয়া দলটা আবারও সুদিন ফেরাতে চায়। সেই লক্ষ্যেই ফরাসি এই সাবেক স্ট্রাইকারের কাঁধে তুলে দেওয়া হয়েছে দায়িত্ব। আপাতত তাদের লক্ষ্য, মেজর লিগ সকারে ফেরা।

No comments

Powered by Blogger.