অনশনরত রামদেবের অবস্থার অবনতি হাসপাতালে স্থানান্তর

অনশনরত ভারতীয় যোগগুরু রামদেবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গতকাল শুক্রবার হাসপাতালে নেওয়া হয়েছে। যোগগুরুর মুখপাত্র ললিত মিশ্র এ কথা জানিয়েছেন। গতকাল এর আগেই চিকিৎসকেরা এক সংবাদ বিবৃতিতে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
মুখপাত্র ললিত জানান, গুরুর অবস্থা নাজুক হয়ে পড়েছে। তিনি বিছানা থেকে উঠতে ও কথা বলতে পারছেন না। অ্যাম্বুলেন্সে করে তাঁকে দেরাদুনের হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকেরা জানিয়েছিলেন, যোগগুরুকে জরুরি ভিত্তিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া উচিত। অনশনও ভঙ্গ করা উচিত। রামদেবের কিডনি ঠিকভাবে কাজ করছে না। দ্রুত হাসপাতালে নেওয়া না হলে তাঁর স্থায়ী কোনো শারীরিক ক্ষতিও হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরা।
দেশে দুর্নীতি বন্ধের দাবিতে যোগগুরু রামদেব রাজধানী দিল্লিতে ৫০ হাজার অনুসারীকে নিয়ে অনশন শুরু করেন। কিন্তু গত রোববার পুলিশের অভিযানে অনশনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এর পর থেকে হরিদ্বার কাছে নিজের আশ্রমে বসেই অনশন চালিয়ে যাচ্ছেন রামদেব।

No comments

Powered by Blogger.