নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে রাজকীয় স্যুইটে সালেহ

সৌদি আরবে চিকিৎসাধীন ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (ইনটেনসিভ কেয়ার ইউনিট) থেকে বের করে রাজকীয় স্যুইটে আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা এ কথা জানায়। বিদ্রোহীদের বোমা হামলায় আহত হয়ে তিনি রিয়াদের একটি সামরিক হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন।
নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে সালেহকে বের করে আনার খবরে ইয়েমেনে তাঁর সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বইয়ে যায়। বুধবার এ উপলক্ষে সালেহর সমর্থকেরা রাজধানী সানায় বাজি পুড়িয়ে ও গুলি ছুড়ে উল্লাসে মেতে ওঠে। এ সময় অনেকে আহত হয়।
বার্তা সংস্থা সাবার খবরে বলা হয়, সালেহর সফল অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে রাজকীয় স্যুইটে আসার খবরে তাঁর সমর্থকেরা বুধবার রাতে রাস্তায় বেরিয়ে পড়ে। এ সময় তারা বাজি পোড়ায় ও গুলি ছোড়ে। এতে কেবল রাজধানীতেই প্রায় ৮০ জন আহত হয়। প্রাদেশিক শহরগুলোতেও অনেকে আহত হয়।
গত শুক্রবার সানায় প্রেসিডেন্ট প্রাসাদে বোমা হামলায় আহত হন সালেহ। পরদিন শনিবার চিকিৎসা নিতে তিনি রিয়াদ যান।

No comments

Powered by Blogger.