ছাতলা পড়া ঘর শিশুর হাঁপানির ঝুঁকি বাড়ায়

স্যাঁতসেঁতে ছাতলা পড়া বাড়িতে বাস করলে শিশুদের হাঁপানি ও অ্যালার্জিতে ভোগার ঝুঁকি খুব বেশি থাকে। বিশেষ করে যে বাড়ির দেয়ালে ছাতলা দেখা যায়, ওই বাড়িতে বাস করার ঝুঁকি আরও বেশি। সাম্প্রতিক এক সমীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। জার্মান রিসার্চ সেন্টার ফর এনভায়রনমেন্টাল হেলথের বিজ্ঞানীরা এই সমীক্ষা চালান। এ বিষয়ক একটি নিবন্ধ ইউরোপিয়ান রেসপিরাটরি জার্নাল-এ প্রকাশিত হয়।
নিবন্ধের অন্যতম লেখক ক্রিশ্চিনা টিশার জানান, নব্বইয়ের দশক থেকে বর্তমান সময় পর্যন্ত ৬১টি আন্তর্জাতিক সমীক্ষা পর্যালোচনা করা হয়। তিনি বলেন, যেসব বাড়িতে ছাতলা জমে ও তা দৃশ্যমান থাকে, সেসব বাড়িতে বাস করলে শিশুদের শ্বাসপ্রশ্বাস-সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
টিশার বলেন, গবেষণায় শিশুদের হাঁপানি ও নানা ধরনের চুলকানি বা অ্যালার্জিতে ভোগার জন্য একমাত্র ছত্রাককেই দায়ী করা যায় না। এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন। তবে গবেষণায় দেখা গেছে, বসতঘরের ছত্রাক ও বাতাসে উড়তে থাকা ছত্রাকের কণিকা নাসারন্র্লে প্রদাহের সৃষ্টি করে। পরে তা শিশুর জন্য কষ্টদায়ক অ্যালার্জিতে পরিণত হয়।

No comments

Powered by Blogger.