ইন্টার মিলানেই থাকবেন স্নাইডার

ওয়েসলি স্নাইডারকে আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে এমন গুজব বেশ জোরেশোরেই শোনা যাচ্ছিল। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি এই ডাচ স্ট্রাইকারকে দলে ভেড়ানোর জন্য মরিয়া হয়ে আছে। তবে এত তাড়াতাড়ি ইতালি ছেড়ে যাবেন না বলে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন স্নাইডার।
ইতালিয়ান একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘ইন্টার মিলানের পরিবেশ অনেকটা পরিবারের মতো। এখানে অনেক উচ্চাকাঙ্ক্ষা প্রকাশের সুযোগ আছে। আমি এই জায়গাটাকে অনেক ভালোবাসি। এ মুহূর্তে আমি মিলানে অনেক খুশি। ইতালি ছেড়ে যাওয়ার কোন কারণই আমি দেখছি না।’
২০০৯ সালে রিয়াল মাদ্রিদ থেকে ইন্টার মিলানে যোগ দিয়েছিলেন স্নাইডার। এরপর ২০১০ সালে ঐতিহাসিক ট্রেবল জয়ের পেছনেও বেশ ভালো অবদান রেখেছেন এই ডাচ তারকা।

No comments

Powered by Blogger.