উত্তর কোরিয়ার কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা স্বপক্ষ ত্যাগ করেছেন

বিদেশে কর্মরত উত্তর কোরিয়ার বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দক্ষিণ কোরিয়ার পক্ষে যোগ দিয়েছেন বলে উইকিলিকসের ফাঁস করা গোপন তথ্যে জানা গেছে। গত সোমবার উইকিলিকস যুক্তরাষ্ট্রের আড়াই লাখ গোপন কূটনৈতিক নথি ফাঁস করে। সেগুলোর মধ্যে একটি বার্তা থেকে এ তথ্য জানা গেছে।
দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ক্যাথলিন স্টিফেন্সের মার্কিন রাষ্ট্রদূত গত জানুয়ারিতে এই তথ্যসংবলিত তারবার্তাটি ওয়াশিংটনে পাঠান। এতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, বিদেশে কর্মরত ওই কর্মকর্তাদের স্বপক্ষ ত্যাগের খবর জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
ওই তারবার্তায় জানানো হয়, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউ মিয়ুং-হোয়ান বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের কাছ থেকে তাঁর ছেলে কিম জং উনের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সহজ হচ্ছে না। তাছাড়া সে দেশের মুদ্রাব্যবস্থার সাম্প্রতিক সংস্কারও কমিউনিস্ট শাসকগোষ্ঠীর জন্য বড় ধরনের জটিলতা সৃষ্টি করেছে। এ ছাড়া বিদেশে কর্মরত উত্তর কোরিয়ার বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইতিমধ্যে সিউলের বশ্যতা স্বীকার করেছেন।
গতকাল বুধবার এ ধরনের তথ্যের সত্যতা নিশ্চিত করতে রাজি হয়নি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র দপ্তর ও গোয়েন্দা সংস্থা।

No comments

Powered by Blogger.