এবার ফাঁস করা হবে মার্কিন ব্যাংকের গোপন নথি

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএসহ বিভিন্ন বিভাগের লাখ লাখ গোপন নথি ফাঁস করার পর এবার সে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকের গোপন তথ্য প্রকাশ করতে যাচ্ছে উইকিলিকস। ২০১১ সালের শুরুতেই এসব তথ্য ফাঁস করা হবে।
অর্থ ও বাণিজ্যসংক্রান্ত সাময়িকী ফোর্বসকে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এ কথা বলেছেন।
গত সোমবার প্রকাশিত ফোর্বস-এর প্রতিবেদনে বলা হয়, জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডন থেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ব্যাংকসংক্রান্ত গোপন নথি তাঁদের হাতে এসেছে। এর মাধ্যমে বড় বড় ব্যাংকের গোমর ফাঁস হয়ে যাবে। তিনি বলেন, ইরাকসংক্রান্ত মার্কিন নথির মতো অতটা বড় আকারের না হলেও এগুলো তুমুল আলোড়ন তুলবে বলে তিনি মনে করেন। যুক্তরাষ্ট্রের প্রথম সারির জ্বালানি কোম্পানি এনরন করপোরেশনে ধস নামার পর তাদের যেসব গোপন ই-মেইলবার্তা প্রকাশ করা হয়েছিল, জুলিয়ান অ্যাসাঞ্জ সেগুলোর সঙ্গে তাঁর নথি প্রকাশের তুলনা করেছেন।
অ্যাসাঞ্জ বলেন, প্রকাশিতব্য ওই সব নথিতে মার্কিন ব্যাংকগুলোর বহু দুর্নীতির চিত্র উঠে আসবে। তিনি এগুলোকে ‘দুর্নীতির দুষ্টচক্র’ বলে আখ্যায়িত করে বলেন, এসব তথ্য ফাঁস হওয়া খুবই গুরুত্বপূর্ণ।

No comments

Powered by Blogger.