সন্দেহের তীর মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিংয়ের দিকে

উইকিলিকসে যুক্তরাষ্ট্রের গোপন নথিপত্র ফাঁস করে দেওয়ার ঘটনার জন্য মার্কিন সেনাসদস্য ব্র্যাডলি ম্যানিংকে সন্দেহ করা হচ্ছে। তিনি এখন যুদ্ধবিরোধী মানবাধিকার কর্মীদের কাছে নায়কে পরিণত হয়েছেন। অন্যদিকে নথিপত্র ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ সরকারি কর্মকর্তাদের কাছে তিনি খলনায়ক।
বাগদাদে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের হামলার ভিডিওচিত্র উইকিলিকসে প্রকাশিত হওয়ার পর চলতি বছরে মে মাসে ২৩ বছর বয়সী সেনাসদস্য ম্যানিংকে গ্রেপ্তার করা হয়।
২০০৭ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দেন ম্যানিং। বাগদাদের কাছে দশম মাউন্টেন ডিভিশনে নিয়োগ করার আগে তাঁকে গোয়েন্দা বিশ্লেষক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়।
নিম্নপদস্থ গোয়েন্দা বিশ্লেষক হিসেবে সেনাবাহিনীর গোপনীয় কম্পিউটার নেটওয়ার্ক এসআইপিআরনেট বা সিক্রেট ইন্টারনেট প্রটোকল রাউটার নেটওয়ার্কে স্পর্শকাতর নথিপত্রের বিশাল সংগ্রহশালায় প্রবেশের সুযোগ ছিল ম্যানিংয়ের। এ জন্য নথি ফাঁসের পিছেন তার ভূমিকা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

No comments

Powered by Blogger.