তৃতীয় টেস্টেও বৃষ্টির হানা

বৃষ্টির কবলে পড়ে কলম্বোতে গত টেস্ট নিষ্প্রাণ ড্র হয়েছিল। আজ থেকে শুরু হওয়া তৃতীয় টেস্টেও হানা দিয়েছে বৃষ্টি। পুরো দিনে মাত্র ৪০ ওভার খেলা হয়েছে। প্রথম দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১৩৪ রান।
বৃষ্টির কারণে দিনের খেলা শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ইনিংসের প্রথম বলেই ক্রিস গেইল আউট! পরবর্তী উইকেটের দেখা পেতে অবশ্য লঙ্কানদের অপেক্ষা করতে হয়েছে ১১৫ রান পর্যন্ত। ৫৫ রান করে মেন্ডিসের শিকার স্মিথ। মাঝে খেলায় আরেক দফা বিঘ্ন ঘটিয়ে গেছে বৃষ্টি। চন্দরপলকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ড্যারেন ব্র্যাভো। কিন্তু দলীয় ১৩৪ রানে আলোর স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগে দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। ব্র্যাভো ৬৩ ও চন্দরপল ১১ রানে অপরাজিত ছিলেন।

No comments

Powered by Blogger.