জিম্বাবুয়ের লক্ষ্যও সিরিজ জয়

বাংলাদেশে পা রাখার পর থেকে জিম্বাবুয়ের লক্ষ্য প্রতিদিন বদলাচ্ছে। বিমানবন্দরে নেমেই সহ-অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা বলেছিলেন, লক্ষ্য সিরিজ জয়। আবার এক দিন পরই কোচ-অধিনায়ক বললেন, লক্ষ্য ভালো খেলা।
সোমবার বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচটা খেলার পর হিসাবমতো জিম্বাবুয়ের সুর আরও নরম হওয়ার কথা। কিন্তু কী অবাক কাণ্ড! কাল দুপুরে মিরপুর স্টেডিয়ামে দাঁড়িয়ে জিম্বাবুয়ে কোচ অ্যালান বুচার বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, লক্ষ্য তাঁদের সিরিজ জয়!
একমাত্র প্রস্তুতি ম্যাচে হারের পরও জিম্বাবুয়ের কোচ বলছেন তাঁদের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই, ‘অবশ্যই লক্ষ্য আমাদের সিরিজ জয়। আমরা এখানে জিততেই এসেছি।’
বুচারের দলের কাজটা যে সহজ হবে না, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে একটা জায়গায় জিম্বাবুয়ে একটু ভালো অবস্থানে আছে। বাংলাদেশের বিপক্ষে গত তিনটি সিরিজের দুটিতেই প্রথম ম্যাচ জিতেছে তারা।
তবে এর পরের সব ম্যাচই হারার কথা মনে রেখে সেটিকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন বুচার, ‘ওই দুটি সিরিজে প্রথম ম্যাচ জয়ের পর আমরা আর ম্যাচই জিততে পারিনি। তাই প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ হলেও এটাই সবকিছু নয়। পুরো সিরিজই আমাদের ভালো খেলতে হবে।’
কিন্তু সিরিজ জয়ের যে স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে, সেটি কিসের জোরে? মাসাকাদজা আগেই বলেছিলেন, বাংলাদেশের অস্ত্রে অর্থাৎ, স্পিন দিয়েই বাংলাদেশকে ঘায়েল করার লক্ষ্য তাঁদের। বুচারও তা-ই বললেন। সঙ্গে যোগ করলেন, ‘আমাদের কিছু প্রতিভাবান ব্যাটসম্যানও আছে। টেলর-টাইবু খুব ভালো ফর্মে আছে। দলের ফিল্ডিংও ভালো।’
সবই ভালো। কিন্তু ইদানীং বাংলাদেশের বিপক্ষে খেলা মানেই যে ভালো দলগুলোরও এক সাকিব আল হাসানের সামনে পরীক্ষা দেওয়া! তবে সাকিবকে আটকানোর জন্য কিছু পরিকল্পনাও নাকি এঁটেছেন বুচার, ‘বাংলাদেশের অধিনায়ক ব্যবধান গড়ে দিতে পারে, সে খুব ভালো ক্রিকেটার। গত সিরিজে আমরা ওকে খুব বেশি শর্ট বল করেছি বা বাইরে বল করেছি। এবার আশা করি এমনটা হবে না।’
যা-ই আশা করুন, বুচারের মানতে আপত্তি নেই, সিরিজে বাংলাদেশ ফেবারিট। তবে আবারও একটা আপ্তবাক্য শোনালেন, ‘বাংলাদেশই ফেবারিট থাকবে, ঘরের মাটিতে ওরা বেশি আত্মবিশ্বাসী থাকবে। তবে ফেবারিট হওয়া মানেই সিরিজ জিতে যাওয়া নয়।’

No comments

Powered by Blogger.