পরমাণু আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান

ইরান তার বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বশক্তির সঙ্গে নতুন দফার আলোচনায় বসতে রাজি হয়েছে। ৬ ও ৭ ডিসেম্বর জেনেভায় ওই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র এ তথ্য জানান।
ওই মুখপাত্র জানান, ‘আলোচনায় বসার ব্যাপারে আমরা তেহরানের কাছ থেকে সাড়া পেয়েছি। ইতিমধ্যে ইরানের প্রধান মধ্যস্থতাকারী সাইদ জলিলি ইইউএর পররাষ্ট্রবিষয়ক প্রধান কূটনীতিক ক্যাথারিন অ্যাশটনের দেওয়া ওই আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন। অ্যাশটন আন্তর্জাতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
২০০৯ সালের পর বিশ্বের শক্তিধর ছয় দেশের সঙ্গে এটি ইরানের প্রথম বৈঠক। ওই ছয়টি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি।

No comments

Powered by Blogger.