ইরাকে একনায়কত্ব প্রতিষ্ঠা করতে যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছিল মিসর

মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক ২০০৮ সালে যুক্তরাষ্ট্রকে ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা ভুলে গিয়ে সেখানে একনায়কত্ব প্রতিষ্ঠা করার পরামর্শ দিয়েছিলেন উইকিলিকসের ফাঁস করে দেওয়া নথিপত্রে এ তথ্য পাওয়া গেছে। সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ইলকে ‘নিস্তেজ বুড়ো ভাম’ এবং উত্তর কোরিয়ার অধিবাসীদের ‘মানসিক বিকারগ্রস্ত’ বলে আখ্যায়িত করেছেন এবং ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু একটি ব্রিটিশ আইন প্রয়োগকারী সংস্থা ও একটি দেশ সম্পর্কে ‘অযাচিত মন্তব্য’ করেছেন বলেও এসব নথিপত্রে উল্লেখ রয়েছে। এ ছাড়া ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গুরুতর ব্লাড ক্যানসারে আক্রান্ত বলেও নথিতে বলা হয়েছে।
ফাঁস করা নথিতে দেখা গেছে, ২০০৮ সালের ২৭ মে একজন মার্কিন কংগ্রেস সদস্য মিসর সফর করেন। তিনি প্রেসিডেন্ট মোবারকের সঙ্গে কায়রোতে দেখা করেন। মোবারক তাঁকে জানান, ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা ভুলে গিয়ে যুক্তরাষ্ট্রের সেখানে একনায়কত্ব প্রতিষ্ঠা করা উচিত। তিনি বলেছিলেন, ইরাকে শিয়া সম্প্রদায় ক্ষমতায় শিয়াপ্রধান ইরানের সঙ্গে ইরাকের সখ্য গড়ে উঠবে যা মার্কিন স্বার্থের পরিপন্থী হয়ে দাঁড়াবে। মোবারক ওই কংগ্রেস সদস্যকে জানান, তিনি ইরানের পরমাণু কার্যক্রমের বিষয়ে রীতিমতো ‘আতঙ্কিত’। ইরান পরমাণু অস্ত্র বানিয়ে ফেললে মিসরও নিজ উদ্যোগে পরমাণু অস্ত্র বানানো শুরু করবে বলে তিনি সে সময় মন্তব্য করেন। নথিতে আরও বলা হয়েছে, সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ সে দেশে সফরে আসা সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেমস বি স্টেইনবার্গকে বলেছিলেন, উত্তর কোরীয়রা ‘মানসিক বিকারগ্রস্ত’। তাদের নেতা একজন ‘নিস্তেজ বুড়ো ভাম’ যিনি সব সময় স্টেডিয়াম ভর্তি লোকজনের স্তুতিবাক্য উপভোগ করতে ভালোবাসেন।নথিতে আরও দেখা গেছে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই অনেক ভয়ংকর অপরাধী ও মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর হাতে আটক মাদক পাচারকারীদের মুক্তি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। গত তিন বছরে আটক ওই ব্যক্তিদের মুক্তির আদেশ দেওয়ায় আফগান প্রেসিডেন্ট ও অ্যাটর্নি জেনারেলকে মার্কিন কর্মকর্তারা বারবার ভর্ৎসনা করেছেন।এদিকে গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় ছেলে প্রিন্স অ্যান্ড্রু ব্রিটেনের আইন প্রয়োগকারী সংস্থা এবং একটি দেশ সম্পর্কে ‘অযাচিত মন্তব্য’ করেছেন, যা উইকিলিকসের ফাঁস করে দেওয়া নথিপত্রে উল্লেখ করা হয়েছে।অ্যান্ড্রু কোন সংস্থা বা কোন দেশ সম্পর্কে ঠিক কী মন্তব্য করেছেন গার্ডিয়ান সুনির্দিষ্টভাবে তা উল্লেখ করেনি। তবে এ বিষয়ে শিগগিরই তারা বিস্তারিত জানাবে বলে জানানো হয়েছে। বাকিংহাম প্যালেস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

No comments

Powered by Blogger.