রাশিয়ায় সাঁতার কাটতে গিয়ে ৩০০ মানুষের মৃত্যু

রাশিয়ায় প্রচণ্ড গরমে স্বস্তি পেতে সাঁতার কাটতে গিয়ে প্রায় ৩০০ মানুষ পানিতে ডুবে মারা গেছে। রাশিয়ার জরুরিবিষয়ক মন্ত্রণালয় গতকাল সোমবার এ কথা জানায়।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রিয়া নভস্তি জানায়, গত সপ্তাহে পানিতে ডুবে ২৮৫ জন লোক মারা গেছে। সাঁতার কাটার উপকরণ না থাকা কিংবা মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবনের কারণে তারা পানিতে ডুবে থাকতে পারে। গত মাসের শেষের দিকে রাশিয়ার মধ্যাঞ্চলের তাপমাত্রা বেড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াস হলে সেখানকার বনে দাবানল ছড়িয়ে পড়ে। গত বছরও রাশিয়ায় সাঁতার কাটার সময় তিন হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়।

No comments

Powered by Blogger.