কিরগিজস্তানে ফের সহিংসতা হতে পারে

কিরগিজস্তানে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে গতকাল সোমবার সতর্ক করে দিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভা।
রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বৈঠকের সময় ওতুনবায়েভা বলেন, ‘এই মুহূর্তে পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত আছে, তবে যেকোনো সময় সংঘাত বেধে যেতে পারে।’ কাজাখস্তানে একটি আঞ্চলিক সম্মেলনের পাশাপাশি মেদভেদেভ ও ওতুনবায়েভার এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
কিরগিজ প্রেসিডেন্ট বলেন, ‘সবকিছু থেমে গেছে এবং আমরা চূড়ান্তভাবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে কাজ শুরু করতে পারি—এমনটা বলার সময় এখনো আসেনি।’
দেশের দক্ষিণাঞ্চলে জাতিগত সহিংসতার পর গত শনিবার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ওতুনবায়েভা। ওই সহিংসতায় প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

No comments

Powered by Blogger.