পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কোমোরস্কি জয়ী

পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে উদারপন্থী বলে পরিচিত সিভিক প্ল্যাটফরম পার্টির প্রার্থী ব্রোনিস্ল কোমোরস্কি বিজয়ী হয়েছেন। গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জারস্ল কাচজিনস্কির চেয়ে তিনি ৫ শতাংশ বেশি ভোট পেয়েছেন। পরাজিত প্রার্থী জারস্ল কাচজিনস্কি নির্বাচনের ফল মেনে নিয়ে কোমোরস্কিকে অভিনন্দন জানিয়েছেন।
নির্বাচনের ৯৫ শতাংশ ভোট গণনায় বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কোমোরস্কি ৫২ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ও ল অ্যান্ড জাস্টিস পার্টির প্রার্থী জারস্ল কাচজিনস্কি পেয়েছেন ৪৭ দশমিক ৪ শতাংশ ভোট। ভোট গণনার শুরুর দিকে অবশ্য জারস্ল এগিয়ে ছিলেন। ৫০ দশমিক ১ শতাংশ ভোট গণনার পর জারস্ল ৫০ দশমিক ৪১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। পরে কোমোরস্কিই এগিয়ে যান।
এদিকে রাজধানী ওয়ারশে নিজের সদর দপ্তরে পরাজয় মেনে নেওয়ার ঘোষণা দেন জারস্ল কাচজিনস্কি। তিনি বলেন, ‘নির্বাচনে বিজয়ী ব্রোনিস্ল কোমোরস্কিকে আমি অভিনন্দন জানাই।’
গত ২০ জুন অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হয়। প্রথম দফা নির্বাচনে কোমোরস্কি ৪১ দশমিক ৫ শতাংশ ও জারস্ল কাচজিনস্কি ৩৬ দশমিক পাঁচ শতাংশ ভোট পান।
রাশিয়ার স্মলেনস্ক বিমানবন্দরে অবতরণের সময় গত ১০ এপ্রিল বিমান বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট লেস কাচজিনস্কি ও তাঁর স্ত্রীসহ ৯৬ জন নিহত হন। এ কারণে দেশটিতে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে পরাজিত প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী জারস্ল কাচজিনস্কি বিমান দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট লেস কাচজিনস্কির যমজ ভাই।

No comments

Powered by Blogger.