শেয়ারবাজার: সাধারণ সূচক বেড়েছে মাত্র ০.১ পয়েন্ট

ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) গতকাল লেনদেন বাড়লেও আজ মঙ্গলবার লেনদেন কমেছে। দিনের শুরুতে সাধারণ সূচকের বেশ ঊর্ধ্বগতি থাকলেও দিনশেষে তা নিচে নেমে শূন্য দশমিক ১ পয়েন্টে দাঁড়ায়।
আজ শেয়ারবাজারের লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ সূচক আগের দিনের ৬৩৫৪ পয়েন্টই রয়েছে। আজ শেয়ারবাজারে মোট দুই হাজার ২৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ৯৭টির। ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, এবি ব্যাংক, এনবিএল, পূবালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক।
দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক, আনলিমা ইয়ার্ন, তাল্লু স্পিনিং ও পদ্মা সিমেন্ট।
দাম হ্রাস পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো পপুলার লাইফ ইনস্যুরেন্স, তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড, সাভার রিফ্রাক্টরিজ, মডার্ন ডাইং ও উত্তরা ফিন্যান্স।

No comments

Powered by Blogger.