নাগরিকত্ব ফিরে পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চান এক মালয়েশীয় নারী

মালয়েশিয়ার নাগরিকত্ব ফিরে পেতে দেশটির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মাজেসওয়ারি কোথান (৫২) নামের এক নারী। ভারতের ভোটার তালিকায় নাম থাকায় আট বছর আগে তাঁর নাগরিকত্ব বাতিল করে মালয়েশিয়া। তবে মাজেসওয়ারির দাবি, তিনি কখনোই ভারতের ভোটার তালিকায় নাম নিবন্ধন করাননি।
মালয়েশিয়ায় দ্য স্টার নিউজপেপারকে গতকাল সোমবার মাজেসওয়ারি জানান, মালয়েশিয়া তাঁর নাগরিকত্ব বাতিল করেছে। কিন্তু ২০০৪ সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্টের মেয়াদে উল্লিখিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থানের দায়ে তাঁকে আজীবনের জন্য সে দেশ ত্যাগের নির্দেশ দেয়। তার মানে হলো, তিনি ভারতের নাগরিকত্ব পাননি।
মাজেসওয়ারি ১৬ বছর বয়সে ভারতীয় এক নাগরিককে বিয়ে করে ভারতে বাস করে আসছিলেন। কিন্তু এখন তিনি ভারতে নিজের পরিবারের কাছেও যেতে পারছেন না, আবার মালয়েশিয়াতেও কোনো চাকরি পাচ্ছেন না।

No comments

Powered by Blogger.