রমেল চাকমার মৃত্যুর ঘটনায় রাঙ্গামাটিতে অবরোধ চলছে

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)র নানিয়ারচর থানা শাখার সাধারণ সম্পাদক রমেল চাকমার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ রবিবার রাঙ্গামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথে অবরোধ চলছে। অবরোধ চলাকালে সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া রাস্তায় ব্যারিকেড দেয়।
এসময় অবরোধকারীরা কয়েকটি যানবাহনে হামলা চালিয়ে ভাংচুর করে। এদিকে অবরোধের কারণে সকাল থেকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কসহ জেলার অভ্যন্তরীন রুটে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার ৬ উপজেলায় নৌ পথে কোন লঞ্চ ছেড়ে যায়নি।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল নানিয়ারচরের ট্রাক পোড়ানো ও বাস লুটের ঘটনায় পিসিপি’র নেতা রমেল চাকমাকে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করে। আটকের পর রমেল চাকমা অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৯ এপ্রিল তার মৃত্যু ঘটে। এই ঘটনার প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এ অবরোধ ডাক দেয়।

No comments

Powered by Blogger.