উ. কোরিয়াকে 'শিক্ষা' দিতে নতুন ছক কষছে যুক্তরাষ্ট্র!

কোরীয় উপদ্বীপে নয়, মার্কিন ‘সুপারক্যারিয়ার’ কার্ল ভিনসন আর কয়েকদিনের মধ্যেই পৌঁছে যাবে জাপান সাগরে। শনিবার সিডনিতে এই কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। মার্কিন রণতরীটির গতিবিধি সম্পর্কে কয়েকদিন ধরেই নানারকম জল্পনা চলছিল। ধারণা করা হচ্ছিল, উত্তর কোরিয়াকে ‘শিক্ষা’ দিতে এবার কার্ল ভিনসনকে পাঠানো হয়েছে।
কিন্তু, গত মঙ্গলবার মার্কিন সেনার পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়, সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার অভিমুখে এগচ্ছে কার্ল ভিনসন। অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর সাথে যৌথভাবে মহড়া দেয়ার জন্যই এটি পাঠানো হচ্ছে। তাহলে কি মার্কিন নৌবাহিনী তার মিত্র শক্তিদের নিয়েই অভিযান চালানোর ছক কষছে? এই প্রশ্নই এখন বড় করে দেখা দিয়েছে। বারবার সতর্ক করে দেয়া সত্ত্বেও উত্তর কোরিয়া তাদের পারমাণবিক পরীক্ষা কর্মসূচি অব্যাহত রেখেছে। আমেরিকার হুমকির পরিপ্রেক্ষিতে পিয়ংইয়ং সাফ জানিয়ে দিয়েছে, বলপ্রয়োগ করলে আমেরিকাকে তার ফল ভুগতে হবে। এই পরিপ্রেক্ষিতে মার্কিন রণতরীর অস্ট্রেলিয়ায় আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ট্যুইট করেছেন, ‘উত্তর কোরিয়াকে শিক্ষা দিতে আমরা বিরাট বাহিনী পাঠাচ্ছি।’ পেন্টাগন প্রধান জিম ম্যাটিস এরপরই জানান, ভিনসন তার নির্দিষ্ট পথেই এগিয়ে যাচ্ছে।

No comments

Powered by Blogger.