সিঙ্গল স্ট্রাইকে মার্কিন এয়ারক্রাফট কেরিয়ার ডুবিয়ে দিবে উ. কোরিয়া

নিজেদের সামরিক শক্তি জাহির করতে এবার মার্কিন এয়ারক্রাফট কেরিয়ার ডুবিয়ে দেয়ার হুমকি দিল উত্তর কোরিয়া। পশ্চিম প্রশান্ত মহাসাগরে আমেরিকার সাথে যৌথ মহড়ায় যোগ দিয়েছে দুটি জাপানি যুদ্ধজাহাজ। আর তারপরেই এই হুমকি দিল উত্তর কোরিয়া। গত কয়েকদিন ধরেই আমেরিকা ও উত্তর কোরিয়ার সম্পর্কের পারদ চড়ছে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের দলের পক্ষ থেকে প্রকাশিত সংবাদপত্রে বলা হয়েছে, আমেরিকার এয়ারক্রাফট কেরিয়ার একটা সিঙ্গল স্ট্রাইকে ডুবিয়ে দিতে তারা প্রস্তুত। এটাই হবে তাদের সামরিক শক্তি প্রদর্শনের আসল উপায়। এমনটাই বলা হয়েছে ওই সংবাদপত্রে। কিছুদিন আগে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে,
প্রত্যেক বছরে নিয়ম করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন হুমকির মুখে এমনটাই জবাব দিয়েছে উত্তর কোরিয়ার বিদেশ ভাইস ফরেন মিনিস্টার সং-রিয়ল। তিনি বলেন, যদি আমেরিকা মিলিটারি অ্যাকশন নেয়, তাহলে যুদ্ধ বেঁধে যাবে। বিবিসি-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওই মন্ত্রী বলেছেন, ‘আমেরিকা যদি কোনো কারণে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো সেনা অভিযান চালানোর চেষ্টা করে তাহলে আমরা আমাদের নিজেদের স্টাইলে পরমাণু অস্ত্রে হামলা করব।’ এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস বলেন, উত্তর কোরিয়া যেন আমেরিকাকে পরখ না করে। এর উত্তরেই এই জবাব দেয় কিম জং উনের এই মন্ত্রী। সম্প্রতি দুই দেশের সামরিক অভিযানের উদাহরণও দেন তিনি। এদিকে জাতিসঙ্ঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত কিম ইন-রিয়ং নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন, তার দেশ ‘যে কোনো ধরনের’ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।

No comments

Powered by Blogger.