ঝালকাঠিতে কলেজ ছাত্রী হত্যার বিচার দাবীতে মানববন্ধন

ঝালকাঠির নলছিটি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ কারী কলেজছাত্রী ও গৃহবধু ও মারুফার মৃত্যু নিয়ে এলাকায় তোলপার চলছে। পুলিশ অপমৃতুর মামলা নিলেও মারুফার স্বাজনরা একে পরিকল্পিত হত্যা দাবী করছেন। হত্যাকারীদের বিচারের দাবীতে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন পালন করে নিহত মারুফার সহপাঠি, শিক্ষক ও এলাকাবাসী। এতে নিহত মারুফার পরিবার ও স্বজনরাও অংশ নেন। মানববন্ধন শেষে ঝালকাঠি জেলা প্রশাসকে কাছে স্মরকলিপি দেয়া হয়। মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন, নিহত মারুফার মা সেফালী বেগম, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, আওয়ামী লীগ নেতা আবু সাইদ খানসহ আরো অনেকে।
বক্তারা অভিযুক্তদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও বিচারের দাবি জানান। প্রসংগত, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় মারুফাকে হাসপাতালে নিয়ে আসে তার শ্বশুবাড়ির লোকজন। পরে কর্তব্যরত ডাক্তার মারুফাকে মৃত ঘোষণা করলে তাকে হাসপাতালে রেখে তার দ্রুত পালিয়ে যায়। নিহত গৃহবধূ মারুফা আক্তার (১৯) নলছিটি উপজেলার প্রেমহর গ্রামের মৃত মানিক হাওলাদারের মেয়ে। সে এ বছর নলছিটি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। চার বছর আগে বহরমপুর গ্রমের সুলতান হাওলাদারের ছেলে সুমনের হাওলাদারের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর সৌদি আরব চলে যায় সুমন। এরপর বিভিন্ন সময় শ্বশুর বাড়ির লোকজন ওই গৃহবধূকে সন্দেহ ও নির্যাতন করে আসছিল।

No comments

Powered by Blogger.