খোয়াই নদীর পানি বিপদসীমার ১০০ সেমি উপরে

হবিগঞ্জ শহরের ওপর দিয়ে বয়ে চলা খোয়াই নদীর পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিতে প্রবাহিত হচ্ছে। গত তিন দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রোববার দুপুর থেকে নদীর মাছুলিয়া পয়েন্টে এই বিপদসীমা অতিক্রম করে পানি।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী এম এল সৈকত জানান, শনিবার দুপুরেও খোয়াই নদীর পানি বিপদসীমার ডেঞ্জার লেবেলের নিচে ছিল। এরপর গভীর রাত থেকে হঠাৎ করেই খোয়াই নদীর মাছুলিয়া পয়েন্টে পানি বাড়তে শুরু করে। দুপুর দেড়টা পর্যন্ত পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানান এম এল সৈকত।

No comments

Powered by Blogger.