ঝিনাইদহের জঙ্গি আব্দুল্লাহর শাশুড়ি আটক

ঝিনাইদহের পোড়াহাটি গ্রামে জঙ্গি অস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে জঙ্গি নওমুসলিম আব্দুল্লাহ ও তার স্ত্রী রুবিনাসহ অজ্ঞাত ৭/৮ জনকে। শনিবার রাতে ঝিনাইদহ সদর থানার এসআই গোকুল চন্দ্র বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা দায়ের করেন। মামলা নং ৪৯। এদিকে এদিন গভীর রাতে জঙ্গি আব্দুল্লাহর শাশুড়ি ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামের আব্দুল লতিফের স্ত্রী মাজেদা খাতুনকে আটক করেছে পুলিশ। তাকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। আজ রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এসব তথ্য জানান। তিনি জানান, শনিবার বিকাল ৩টার দিকে অপারেশন সাউথ-প (দক্ষিণের থাবা) সমাপ্ত হওয়ার পরে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। তবে গ্রামবাসীরা বাড়িটির আশপাশে ভিড়ছেন না। ওই বাড়ি নিয়ে তাদের মাঝে আতংক বিরাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরন। খুলনা রেঞ্জের ডিআইজি মো. দিদার আহম্মেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জঙ্গি নওমুসলিম আব্দুলাহ ওরফে প্রভাতের আধা-পাকা টিনসেডের বাড়ি থেকে ২০ ড্রাম রাসায়নিক দ্রব্য, ৩টি সুইসাইডাল ভেস্ট বোমা, বিপুল পরিমাণ ইলেকট্রিক ডিভাইজ, একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ বোমা তৈরীর সরঞ্জামসহ জিহাদি বই উদ্ধার করা হয়। এ সময় কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা বিশষজ্ঞ দল ১০ কেজি ওজনের মাইন সাদৃশ্য ৫টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটান।

No comments

Powered by Blogger.