সবচেয়ে বড় এক্সরে লেজার

চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনার প্রচেষ্টায় আরও এক ধাপ এগিয়ে গেলেন বিজ্ঞানীরা। তারা আবিষ্কার করতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় এক্সরে লেজার। বলা হচ্ছে, এটা এতটাই শক্তিশালী হবে, যার মাধ্যমে আণবিক গঠনের ছবিও স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা যাবে।কলকাতা টোয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়, জার্মানির হ্যামবুর্গের কাছেই অবস্থিত ডেজি (ডিইএসওয়াই) রিসার্চ সেন্টার।
এ সংস্থার বিজ্ঞানীরা এমন এক এক্সরে মেশিন তৈরি করছেন, যার মাধ্যমে ২ দশমিক ১ কিলোমিটার বা ১ দশমিক ৩ মাইল পর্যন্ত গতির সঙ্গে ইলেকট্রুন ফায়ার করা যাবে। ইলেকট্রুনের শক্তি বৃদ্ধির মাধ্যমে শক্তিশালী এক্সরে লেজার তৈরি করেছেন তারা। আগামী মাসেই হয়তো এটি চালু করা হবে। এ ইউরোপিয়ান এক্সএফইএল প্রজেক্ট একবার চালু হলে ২৭ হাজার এক্সরে লেজার ফ্ল্যাশ প্রতি সেকেন্ডে উৎপাদন করা সম্ভব। বিজ্ঞানীদের আশা, গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্তের আত্মপ্রকাশ হবে এ এক্সরে প্রজেক্ট। এর মাধ্যমে ভাইরাস এবং কোষের আণবিক গঠন আরও পরিষ্কারভাবে দেখা যাবে। প্রজেক্টটির সঙ্গে জড়িত আছেন জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, রাশিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা।

No comments

Powered by Blogger.