সিরিয়ার লড়াই রুশ অস্ত্রকে কার্যকর প্রমাণ করেছে : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আইএস বিরোধী চলমান লড়াইয়ে তার দেশের প্রতিরক্ষা প্রযুক্তি অত্যন্ত নির্ভরযোগ্য এবং কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। বিদেশের সাথে রাশিয়ার সামরিক এবং প্রযুক্তি সহায়তা সংক্রান্ত কমিশনের বৈঠকে এ কথা বলেন তিনি। পুতিন আরো বলেন, সিরিয়ায় সন্ত্রাসীদের এবং গোটা মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে রুশ অস্ত্র অত্যন্ত নির্ভরযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছে।
এ লড়াইয়ে রুশ অস্ত্রের কার্যকারিতা এবং সক্ষমতাও প্রমাণিত হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, সত্যিকার যুদ্ধে বিমান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের মধ্য দিয়ে অমূল্য অভিজ্ঞতা অর্জন করেছেন রুশ ফ্লাইট এবং কারিগরি কর্মীরা। এ ছাড়া, রুশ সামরিক পণ্য উৎপাদনকারীদেরও একই অভিজ্ঞতা হয়েছে বলেও জানান তিনি। দামেস্ক সরকারের অনুরোধে রাশিয়া ২০১৫ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আইএস বিরোধী লড়াই শুরু করেছে।

No comments

Powered by Blogger.