সিরীয় শান্তি আলোচনা জেনেভায় শুরু হচ্ছে

জেনেভায় বৃহস্পতিবার জাতিসঙ্ঘের মধ্যস্থতায় সিরীয় শান্তি আলোচনা শুরু হচ্ছে। এদিকে দেশটিতে সংহিসতা ছড়িয়ে পড়ায় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় এক্ষেত্রে বড় ধরনের অগ্রগতির আশা ক্ষীণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে জাতিসঙ্ঘ দূত স্টাফান ডি মিস্টুরা আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা করছেন। এ ব্যাপারে তিনি জোর দিয়ে বলেন, সরকার ও বিদ্রোহী পক্ষের প্রতিনিধি দল ‘স্পষ্ট এজেন্ডা’র বিষয়ে সম্মত হয়েছে।
আলোচনা এগিয়ে যেতে এখন সবকিছুই প্রস্তুত। এ দফার আলোচ্য সূচিতে রাজনৈতিক পরিবর্তন, সংবিধান ও নির্বাচনের বিষয় রয়েছে। এর পাশাপাশি দামেস্কের আবেদনের পরিপ্রেক্ষিতে আলোচ্য সূচিতে সন্ত্রাস দমনের বিষয়টিকেও রাখা হয়েছে। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বিমান বাহিনী বিদ্রোহীদের বিভিন্ন অবস্থানে ব্যাপক অভিযান চালানোয় এ আলোচনা মূলত হুমকির মুখে রয়েছে। আগের চার দফা আলোচনাতেও তেমন কোন অগ্রগতি হয়নি। উল্লেখ্য, ২০১১ সালে সিরীয় সঙ্ঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত এতে তিন লাখ ২০ হাজারের বেশি লোক নিহত ও লাখ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে।

No comments

Powered by Blogger.