বাবরী মসজিদ বনাম রামমন্দির ইস্যুতে যা বললেন ওয়াইসি ও স্বামী

ভারতে মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ‘ভারত যেদিন কারো বিশ্বাসের ওপর চলবে সেদিন তালেবানদের মতো হয়ে যাবে। এই দেশ কারো আস্থার ওপর চলবে না। এই দেশ ইনসাফ, আইন এবং সংবিধানের ভিত্তিতে চলবে। যেদিন এই দেশ আস্থার ওপর চলা শুরু করবে সেদিন এই দেশ আফগানিস্তানের তালিবানের মতো হয়ে যাবে।’
বাবরী মসজিদ বনাম রামজন্মভুমি প্রসঙ্গে বিজেপি’র সিনিয়র নেতা সুব্রমনিয়াম স্বামীর সাথে এক টিভি চ্যানেল আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেন। রাম মন্দির প্রসঙ্গে হিন্দুদের বিশ্বাস ও আস্থার কথা তুলে ধরে বিজেপি নেতা সুব্রমিনিয়াম স্বামী বলেন, ‘আমাদের কাছে রাম একজনই তার জন্মস্থানও একটিই। মসজিদ তো হাজারো জায়গায় তৈরি করা যেতে পারে, যেকোনো স্থানে তা তৈরি করা যায়। আমি বলতে চাই মুসলিমরা উদারতা দেখিয়ে মসজিদকে অন্যত্র তৈরি করুন আমরা তাদের সাহায্য করব। রাম-জন্মভূমিকে কেউ অপসারণ করতে পারবে না, সেখানে মন্দির আছে তার পুজোও হচ্ছে। আমি মনে করি এটা কখনো পরিবর্তন করা যাবে না।’
জবাবে ওয়াইসি বলেন, ‘‘স্বামী সাহেব শুনে নিন, ‘যেদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে সেদিন সবকিছু ধ্বংস হবে কিন্তু মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ মসজিদকে উঠিয়ে জান্নাতে রাখবেন। এটা আমাদের ঈমানের বিষয় আপনি এটা স্বীকার করুন আর নাই করুন। আর সুপ্রিম কোর্ট কারো আস্থা বিশ্বাসের ভিত্তিতে ফয়সালা দেবে না।’’
ওয়াইসি বলেন, ‘৬ ডিসেম্বর (১৯৯২ সালে) যে অপরাধমূলক কাজ হয়েছে, যারা মসজিদকে শহীদ করেছিল সেই মামলার নিষ্পত্তি হয়নি। কিন্তু মনোহর যোশিকে (বিজেপি’র সিনিয়র নেতা ও বাবরী মামলায় অন্যতম অভিযুক্ত) আপনারা ‘পদ্মবিভূষণ’ পুরস্কার দিয়েছেন, কল্যাণ সিং (উত্তর প্রদেশের তৎকালীন বিজেপি মুখ্যমন্ত্রী) গভর্নর হয়ে গেছেন। মুম্বাই বিস্ফোরণের রায় বেরিয়ে গেছে, দোষীদের ফাঁসির সাজাও হয়েছে। কিন্তু বাবরী মামলার আজও নিষ্পত্তি হয়নি। যতক্ষণ ‘ইনসাফ’ না হবে সাম্প্রদায়িক সম্প্রীতির যে কথা আপনারা বলছেন তা কখনো প্রতিষ্ঠিত হবে না।’
সুব্রমনিয়াম স্বামী বলেন, ‘মুসলিমরা মানুক বা না মানুক সৌদি আরবে তো প্রায়ই মসজিদ ভাঙা হয় সেখানে সড়ক এবং অ্যাপার্টমেন্ট ভবন বানানোর জন্য। মসজিদ সরযূ নদীর ওপারে তৈরি হোক।’
পাল্টা জবাবে ওয়াইসি বলেন, ‘ভারতবাসীদের সেক্যুলারিজমে অটুট ভরসা রয়েছে, তারা ভারতকে কখনো সৌদি আরব হতে দেবে না।’ সৌদি আরবে মসজিদ ভাঙা নিয়ে স্বামী যেসব কথা বলছেন তা ভুল বলে মন্তব্য করেন ওয়াইসি। বিতর্কিত জায়গায় হাসপাতাল তৈরি করে সর্বসাধারণের জন্য ব্যবহারের প্রস্তাব প্রসঙ্গে সুব্রমনিয়াম স্বামী বলেন, ‘ওখানে হাসপাতাল হতে পারে না, হিন্দু-মুসলিমের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য মুসলিমরা অন্যত্র মসজিদ তৈরি করুন। এখানে স্রেফ রাম মন্দির তৈরি হবে।’
স্বামীকে প্রশ্ন করা হয়, ‘যদি আদালত বলে ওখানে মসজিদ ছিল, এটা মুসলিমদেরই স্থান তাহলে আপনি কি তা মেনে নেবেন? নাকি বলবেন এটা বিশ্বাসের ব্যাপার?’ জবাবে স্বামী বলেন, ‘সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আমরা মেনে নেব। কিন্তু এলাহাবাদ হাইকোর্টে আমরা জয়ী হওয়ার পরে সুপ্রিম কোর্টেও আমরা নিশ্চিত জয়ী হব।’
হিন্দুত্ববাদীরা বরাবরই বলছেন, ‘মন্দির ওহি বানায়েঙ্গে’ অর্থাৎ শহীদ হওয়া মসজিদের স্থানেই তারা মন্দির নির্মাণ করবেন। তাদের ‘বিশ্বাস’ ওই স্থানটি রামের জন্মস্থান। অন্যদিকে, মুসলিমরা চাচ্ছেন সেখানে কয়েকশ’ বছরের পুরোনো মসজিদ ছিল সেখানে মসজিদই নির্মাণ করতে হবে। বর্তমানে সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন রয়েছে।
সূত্র : ওয়েবসাইট

No comments

Powered by Blogger.