‘ঝিলপাড়ে শিশুপার্ক, লেক ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে’

২০১৫ সালের নির্বাচনে এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন গোলাম আশরাফ তালুকদার। তিনি গতকাল এলাকার বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন। ডিআইটি সড়ক ও আউটার সার্কুলার রোডের গর্ত ও জলাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, উড়ালসড়ক নির্মাণের কারণে এই দুটি সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে পয়োনিষ্কাশনের লাইন বন্ধ হয়ে যাওয়ায় এই দুর্ভোগ আরও বেড়েছে। এই দুর্ভোগ লাঘবে ডিএসসিসি একটি মেগা প্রকল্পের অধীনে এই দুটি সড়কের নালা, ফুটপাত এবং সড়ক সংস্কার ও নির্মাণ করছে। কাউন্সিলর বলেন, গুলবাগ থেকে শাহজাহানপুর পর্যন্ত ঝিলটিতে আধুনিক শিশুপার্ক, ওয়াকওয়ে ও সেতু নির্মাণ করতে গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এই ঝিল হাতিরঝিলের মতো সুন্দর হবে।
এ ছাড়া আবুজর গিফারি কলেজ–সংলগ্ন গণপূর্তের একটি জায়গায় কমিউনিটি সেন্টার নির্মাণের আবেদন করা হয়েছে। ইতিমধ্যে তার অনুমোদন হয়েছে। তা বাস্তবায়িত হলে এলাকাবাসী উপকৃত হবেন। গোলাম আশরাফ আরও বলেন, এই ওয়ার্ডে কাঁচাবাজার ও খেলার মাঠ নির্মাণের মতো গণপূর্তের কিছু জায়গা আছে। তারা অনুমতি দিলে এসব স্থানে মাঠ ও কাঁচাবাজার নির্মাণ করা হবে। তিনি বলেন, তাঁর ওয়ার্ডে অবৈধ রিকশা বন্ধে ট্রাফিক পুলিশকে জানানো হয়েছে। কিন্তু তারপরও সড়কে এই রিকশা চলছে।

No comments

Powered by Blogger.