রামপুরায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বিনা নোটিসে কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকার রামপুরায় একটি গার্মেন্টের কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। ‘লিরিক ইন্ডাস্ট্রিজ’ নামের ওই পোশাক কারখানার কর্মীদের এই আন্দোলনের কারণে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রামপুরা হয়ে ডিআইটি রোড ও প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয় বলে পুলিশ জানিয়েছে। রামপুরা থানার ওসি জানান,
মোল্লা টাওয়ারের লিরিক গার্মেন্টের শ্রমিকরা এই আন্দোলন করছে। গত তিনদিন ধরেই তারা রাস্তায় নামার চেষ্টা করছিল। স্থানীয়রা জানান, বুধবার সকালে ‘লিরিক ইন্ডাস্ট্রিজ শ্রমিক ইউনিয়ন’ ব্যানারে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার সকাল ৮টায় তারা বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে দুই দিকের রাস্তা আটকে বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।

No comments

Powered by Blogger.