চট্টগ্রামে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষিকার

চট্টগ্রামের ব্যস্ততম শাহ আমানত সেতু (নতুন ব্রিজের মোড়) এলাকায় রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন একজন স্কুলশিক্ষিকা। বুধবার সকাল সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষিকার নাম সাকেরা বেগম (৪৭)। তিনি পটিয়া উপজেলার উত্তর দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। এ ঘটনায় পুলিশ একটি বাস ও ট্রাক জব্দ করেছে। মাকে হারিয়ে দুই মেয়ে লাবণ্য ও পূর্ণতা এখন পাগলপ্রায়। তাদের কান্না ও আহাজারিতে চমেক হাসপাতাল মর্গ এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদে বিকালে নতুন ব্রিজ এলাকায় মানববন্ধন করেছেন সহকর্মী শিক্ষক-শিক্ষিকারা। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী পটিয়ার পাইরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দয়াময়ি নন্দি রিনি। তিনি যুগান্তরকে জানান, শাহ আমানত সেতুর উত্তর পারে গোল চত্বর। রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হচ্ছিলেন তারা তিনজন। এর মধ্যে একজন পুরুষ ছিলেন। রিনি জানান, তিনি ও অপর পুরুষ সদস্যের পেছনে ছিলেন স্কুল শিক্ষিকা সাকেরা বেগম। তারা দু’জন পার হয়ে গেলেও প্রায় দুই হাত দূরত্বে থাকা স্কুলশিক্ষিকাকে ধাক্কা দেয় একটি বাস। ওই বাসটিকে পেছন থেকে আরেকটি পণ্যবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে বাসের ধাক্কা লাগে রিনির গায়ে। তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।
তার মাথা ফেটে মগজ বের হয়ে যায়। ঘটনাস্থলেই স্কুলশিক্ষিকা সাকেরার মৃত্যু হয়। সৌভাগ্যক্রমে রিনি ও অপরজন দুর্ঘটনা থেকে বেঁচে যান। প্রত্যক্ষদর্শী ওই শিক্ষিকার অভিযোগ, ‘নতুন ব্রিজ এলাকায় গণপরিবহনে কোনো শৃংখলা নেই। এসব নিয়ন্ত্রণে কর্মরত ট্রাফিক পুলিশও যথাযথ দায়িত্ব পালন করেন না। তারা ‘অন্য উদ্দেশ্যে’ গাড়ি ধরার কাজে ব্যস্ত থাকেন। যে কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।’ পুলিশ ও পরিবার সূত্র জানায়, সাকেরা বেগম ১৯৯০ সালে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল পটিয়া উপজেলার উত্তর দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার স্বামীর নাম গিয়াস উদ্দিন। তিনি চট্টগ্রামের একটি স্থানীয় দৈনিকে কাজ করেন। সাকেরার শ্বশুরবাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলার পশ্চিম মেনোরা গ্রামে। তার দুই মেয়ে। বড় মেয়ে লাবণ্য নাসিরাবাদ মহিলা কলেজে একাদশ শ্রেণীতে এবং আরেক মেয়ে পূর্ণতা বাওয়া স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে। মাকে হারিয়ে তাদের কান্না-আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে। সাকেরা নিহত হওয়ার খবর তার কর্মস্থল পটিয়া উপজেলার উত্তর দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছলে সেখানেও তার সহকর্মী ও ছাত্রছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী যুগান্তরকে বলেন, স্কুলশিক্ষিকাকে ধাক্কা দেয়ার ঘটনায় ওই বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

No comments

Powered by Blogger.