রংপুর বিদ্যুত্ অফিসের ওয়ার্কশপে আগুন



রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকায় রংপুর বিদ্যত্  বিতরন বিভাগ-১ এর ওয়ার্কশপে ভয়াবহ আগুনে ১০ কোটি টাকারও বেশী মুল্যের বৈদ্যুতিক ট্রান্সফরমার, বিদ্যুত্ উপকরণ ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার ভোরে লাগা এই আগুন স্থাণীয়দের সযোগিতায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘন্টায় নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুত্ বিভাগ। রংপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় দিকে বিদ্যুত বিতরন বিভাগ-১ এর ওয়ার্কশপে আগুন লাগে। ওয়ার্কশপে থাকা ট্রান্সফরমারে দাহ্য পদার্থ থাকার কারনে আগুন দ্রুত পুরো গোডাউনে ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। প্রায় দেড় ঘন্টা পর সকাল ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা দিয়েছেন এই ফায়ার সার্ভিস কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে আগুনের সূত্রপাত হয়।
আগুনের লেলিহান শিখায় আশে পাশের মার্কেট ও দোকানপাটে ছড়িয়ে পড়ার আতংক দেখা দেয়। তবে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রনে আনায় পাশের দোকানপাটের কোন ক্ষতি হয় নি। তবে আগুনের কারনে ভবনটি দুর্বল হয়ে পড়েছে। বিদ্যুত্ বিভাগের কর্মীরা ধ্বংস হয়ে যাওয়া গোডাউনটি পরিস্কার করেছে। রংপুর বিদ্যুত্ বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী গোলাম মর্তুজা জানান, ক্ষয় ক্ষতির পরিমান ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। আগুন লাগার কারন জানতে পাঁচ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। তাদের দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে। ওই রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে কি কারনে আগুন লেগেছিল।

No comments

Powered by Blogger.