কলেজছাত্র খুন, প্রতিবাদে উত্তাল গৌরীপুর

ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাকিল আহমেদকে ইট দিয়ে মাথা থেঁতলে ও বুকে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার গৌরীপুর সরকারি কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। কলেজ অভ্যন্তরে ঢুকে বিক্ষোভকারীদের বাধা প্রদানের চেষ্টা করলে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইমন (২০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। নিহত শাকিল পৌর শহরের পশ্চিম দাপুনিয়ার শাহেদুজ্জামানের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার পৌর শহরের কলাবাগানে গৌরীপুর সরকারি কলেজের বাণিজ্য শাখার ছাত্র শাকিল আহমেদকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার  রাতে মারা যায় শাকিল। মৃত্যু সংবাদটি গৌরীপুরে পৌঁছার পরই কলেজের শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়।
বিক্ষোভ বের হওয়ার পূর্ব মুহূর্তে হত্যাকাণ্ডে জড়িত কলাবাগানের জুয়েলের পুত্র ইমন (২০) সাধারণ ছাত্রছাত্রীদের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন। তারা জানান, এ সময় ইমন তাদেরকে মিছিল করলে শাকিলের মতো লাশ বানিয়ে দেবে বলে হুমকি দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ধাওয়া করে অধ্যক্ষের কক্ষে আটক করে তাকে। এরপর গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদের নিকট কলেজ কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করেন। এ রির্পোট পাঠানো পর্যন্ত শহরে বিক্ষোভ মিছিল ও এলাকায় উত্তেজনা চলছিল। শাকিল ২ এপ্রিল অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার পরীক্ষার্থী ও বাংলাদেশ সেনাবাহিনী রিক্রুটকৃত। ২০১৮ সালের ১জানুয়ারি তার বাংলাদেশ সেনাবাহিনী যোগদানের কথা ছিল।

No comments

Powered by Blogger.