দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান খালেদার -মাহবুব-খোকনের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এড. খন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। গত রাত ৮টা ১০ মিনিটে ফুলের তোড়া নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন তারা। এরপর বিএনপি চেয়ারপারসনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। রাত সাড়ে ৯টার দিকে তারা কার্যালয় থেকে বের হন। এসময় খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের নির্যাতন-নিপীড়নের পরও সারা দেশে আইনজীবী সমিতির নির্বাচনে ৮০-৯০ ভাগ পদে আমরা বিজয়ী হয়েছি। এতে প্রমাণিত হয়, এই সরকারের প্রতি জনগণের সমর্থন নেই। জনগণ তাদের চায় না। সারা দেশে বিরোধী জোটের  নেতাকর্মীদের ওপর সরকারের নির্যাতনের নিন্দা জানান তিনি। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন বলে জানান সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত এই সভাপতি। নির্বাচন কমিশন ঘোষিত তিন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা- এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, ডিসিসি ও সিসিসি নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে নীতি-নির্ধারকরা দলীয় ফোরামে  আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। তবে দলীয় ফোরামে সিদ্ধান্ত হলে তা চ্যালেঞ্জ হিসেবেই নেবে বিএনপি। উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইন সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে ৯টি পদেই বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা বিজয় লাভ করেন।
এদিকে খালেদা জিয়ার প্রতি সংহতি জানাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন সুমন নামের এক পঙ্গু যুবক। দুপুর দেড়টায় বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে গুলশান থানা পুলিশ। রাত আটটার দিকে গুলশান থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, তিনি এখনো থানায় আছেন। গতকাল দুপুরে ক্র্যাচে ভর দিয়ে পঙ্গু সুমন কার্যালয়ে সামনে যান। তখন তার হাতে ছিল হরতাল-অবরোধ, সালাহউদ্দিনের নিখোঁজ এবং খালেদা জিয়ার অবরুদ্ধতার খবর সংবলিত কয়েকটি পত্রিকা। এসময় সুমন জানায়, তিনি কোন রাজনৈতিক দলের কর্মী নন। দেশের একজন নেত্রী আড়াই মাস ধরে অবরুদ্ধ অবস্থায় আছেন। সালাহউদ্দিন আহমেদের মতো একজন নেতা এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। তার প্রতিবাদ এবং খালেদা জিয়ার প্রতি সংহতি জানাতে তিনি গুলশান কার্যালয়ের সামনে এসেছিলেন।

No comments

Powered by Blogger.