অস্কারের সাজসাজ রব

মাত্র ক’দিন হল আসর ভেঙেছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের। আসরের শেষ বলেই যাত্রা ভঙ্গ দেননি বিশ্বজোড়া সিনেমা সংস্কৃতির রথী-মহারথীরা। একটি শেষ করেই আরেক মহোৎসবের দিকে। আর সেই বিষয়টি মাথায় নিয়েই সম্ভবত আসছে ৮৭তম অ্যাকাডেমি পুরস্কারের মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করল কর্তৃপক্ষ। যারা গোল্ডেন গ্লোবে জিতেছেন তাদের একটা নজর তো আছেই, যারা ওই আসরে খুব একটা বর্তে উঠতে পারেননি তারাও প্রতি বছরের মতো তীক্ষè নজর রেখেছেন অস্কারের দিকে। গোল্ডেন গ্লোবের দুই ক্যাটাগরিতে জয়ী ‘বয়হুড’ আর ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ অস্কারে যুদ্ধে নেমেছে সেরা ছবির। সঙ্গে অবশ্য প্রতিযোগী হিসেবে আছে ‘আমেরিকান স্নাইপার’, ‘বার্ডম্যান’,
‘দ্য লিমিটেশন গেম’, ‘সেলমা’, ‘হুইপলেস’ ও গোল্ডেন গ্লোবের সেরা অভিনেতার উসিলা ‘দ্য থিওরি অব এভরিথিং’। সেরা অভিনেতার খাতায় ‘দ্য থিওরি অব এভরিথিং’-এর এডি রেডম্যায়েনের সঙ্গে লড়ছেন মিশেল কিটোন, স্টিভ ক্যারেল, ব্র্যাডলি কুপার ও বেনেডিক্ট কাম্বারব্যাচ। অন্যদিকে গোল্ডেন গ্লোবজয়ী জুলিয়ানকে ছেড়ে দিতে রাজি নন ম্যারিয়ন কোটিলার্ড, ফ্যালিসিটি জোন্স, রোজামান্ড পাইক কিংবা রিজ উইদারস্পুন। রঙ জমেছে অ্যানিমেটেড মুভির মনোনয়নেও। গোল্ডেন গ্লোবে দাপিয়ে বেড়ানো ‘লেগো মুভি’কে টপকে ‘হাউ টু ট্রেন ইওর ড্রাগন টু’ পুরস্কার জেতায় অনেকেই ছিলেন অস্কারের পথ চেয়ে। আর এখানে কিনা মনোনয়নই জুটল না ছবিটার ভাগ্যে।

No comments

Powered by Blogger.