বিজেপিতে যোগ দিয়েই আরএসএস’র প্রশংসায় গদগদ কিরন

প্রত্যক্ষ রাজনীতিতে প্রবেশ করেই সঙ্ঘ-প্রেমে আপ্লুত প্রাক্তন আইপিএস কিরণ বেদি। তার মতে, দেশের ঐক্য অটুট রাখতে সঙ্ঘের অবদান অনস্বীকার্য। পাশাপাশি, দিল্লি বিধানসভা নির্বাচন উপলক্ষে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তার সম্ভাব্য তর্কযুদ্ধ 'তামাশা'য় রূপান্তরিত হবে বলে জানিয়েছেন তিনি। বিতর্ক বরাবর তার পিছু তাড়া করেছে। রাজনীতির আঙিনায় পা রেখেও তা বজায় রয়েছে। মঙ্গলবার আরএসএস সম্পর্কে তার মন্তব্য ফের জল্পনা উস্কে দিয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনে সদ্য বিজেপি-তে যোগ দেওয়া কিরণকে প্রার্থী করার জন্য দলের ভিতরেই সমালোচনার মুখে পড়েছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। এবার সঙ্ঘ পরিবারের সঙ্গে কস্মিনকালে সম্পর্ক না রাখা কিরণ বেদি আচমকা আরএসএস-এর শৃঙ্খলাপরায়ণতা এবং জাতীয় ঐক্যের প্রতি দায়বদ্ধতার জয়গান করায় শুরু হয়েছে নয়া বিতর্ক। এদিন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করতে গিয়ে প্রতিদ্বন্দ্বীর বিশৃঙ্খল রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে নিন্দায় মুখর হন বেদি। কিরণ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন দিল্লির রাস্তায় নাগাড়ে চার দিন অবস্থান কর্মসূচি পালন করে কার্যত রাজধানী অচল করে দিয়েছিলেন কেজরিওয়াল। কিরণ বেদির দাবি, সেই সময় দিল্লির পরিস্থিতি লক্ষ্য করার পরই রাজনীতিতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেন তিনি। তবে এতেই অবশ্য বিতর্কের শেষ হয়নি। সম্প্রতি টাইমস নাও টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য করে ফেলেছেন কিরণ। নির্বাচনের প্রচার সভায় দাঁড়িয়ে প্রাক্তন আইপিএস-কে সরাসরি তর্কযুদ্ধে আহ্বান জানিয়েছেন আপ প্রধান। সে প্রসঙ্গ তুলে প্রশ্ন করতেই কিরণ জানান, তর্ক নয়, কাজে বিশ্বাস করেন তিনি। তার মতে, তর্ক করে সময় নষ্ট না করে বরং গঠনমূলক কাজ করা শ্রেয়। শুধু তাই নয়, এক ধাপ এগিয়ে তিনি জানিয়েছেন, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তর্ক অবধারিত ভাবে মস্করায় পরিণত হবে। এই কারণ দর্শিয়ে তর্কযুদ্ধের প্রতি তার আপত্তির কথা সাফ জানিয়ে দিয়েছেন কিরণ বেদি।– ওয়েবসাইট

No comments

Powered by Blogger.