কয়লা ব্লক বরাদ্দে দুর্নীতি- মনমোহন সিংকে জিজ্ঞাসাবাদ!

কয়লা ব্লক বরাদ্দ দুর্নীতিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। তবে মনমোহন সিং বা সিবিআই কোন পক্ষই এ বিষয়টি নিশ্চিত করেনি। এতে আরও বলা হয়, কয়লা ব্লক বরাদ্দ বিষয়ক দুর্নীতি মামলার রিপোর্ট স্পেশাল কোর্টে জমা দেয়ার কথা ২৭শে জানুয়ারির মধ্যে। সে জন্য মনমোহন সিংকে সিবিআইয়ের একদল কর্মকর্তা তিন দিন আগে তার বাসভবনে জিজ্ঞাসাবাদ করেছে। হিন্দালকো নামের একটি প্রতিষ্ঠানকে তালাবিরা-২ ব্লক বরাদ্দে অনিয়মে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় মনমোহন সিংকে। অভিযোগ আছে, তিনি যখন কয়লা বিষয়কমন্ত্রী ছিলেন তখন ওই দুর্নীতি হয়েছিল। পিটিআই লিখেছে, এ বিষয়ে সিবিআই মুখপাত্র কাঞ্চন প্রসাদের কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি বিষয়টি নিশ্চিতও করেননি। আবার তিনি অস্বীকারও করেননি। তবে সাবেক প্রধানমন্ত্রীর এক সহযোগী এ বিষয়টি অস্বীকার করেছেন। কিন্তু সূত্র বলেছে, কয়লা খনি নিয়ে দুর্নীতির ওই ঘটনা ঘটে কয়লা বিষয়ক মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর অফিসে। বিষয়টি ধরা পড়ে যখন শিল্পপতি কুমার মঙ্গলাম বিড়লা ২০০৫ সালের ৭ই মে ও একই বছর ১৭ই জুনে দু’টি চিঠি লেখেন। ওই চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী বরাবরে। তাতে তালাবিরা-২ কয়লা ব্লক হিন্দালকো’কে বরাদ্দ দিতে তিনি অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রীকে।

No comments

Powered by Blogger.