শ্রমবাজারের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব

বাংলাদেশীদের জন্য সুখবর। সৌদি আরব ফের এ দেশের শ্রমিকদের জন্য তাদের বাজার খুলে দিচ্ছে । শিগগিরই তারা বাংলাদেশী শ্রমিক নেয়া শুরু করবে। ২০০৮ সাল থেকে সৌদি আরবে নিষিদ্ধ রয়েছে বাংলাদেশী শ্রমিক নেয়া। এর মধ্য দিয়ে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে দেশটি। গতকাল অনলাইন আরব নিউজের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, সৌদি আরবের শ্রমমন্ত্রী আদেল ফাকিহ সোমবার বলেছেন, শিগগিরই বাংলাদেশ থেকে ফের শ্রমিক নেয়া শুরু করবে তার দেশ। এর আগে রোববার এক ঘণ্টা বৈঠক করেন বাংলাদেশের বৈদেশিক কল্যাণ ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ বৈঠকের পর আদেল ফাকিহ বাংলাদেশীদেরকে ওই সুখবর শোনালেন। বললেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত হবে। এ সময় তিনি বলেন, ঢাকা থেকে তিনি দক্ষ জনশক্তি নিতে আগ্রহী। তবে যথাযথ প্রক্রিয়ার ওপর তিনি গুরুত্ব দেন। একই সঙ্গে সৌদি আরবে বাংলাদেশী শ্রমিকদের কাজে নিয়োগের কর্মকৌশল নির্ধারণের ওপরও গুরুত্ব দেন। তার মতে, এতে দুই দেশের মানুষই উপকৃত হবে। সৌদি আরবে যেসব বিদেশী শ্রমিক কাজে যান তাদের কর্মদক্ষতা ও গুণগত মান উন্নত করার ওপর তিনি খুব বেশি জোর দিয়েছেন। তার মতে, এতে জাতি গঠনে ভূমিকা থাকে। এ সময় সৌদি আরবের শ্রমমন্ত্রী আদেল ফাকিহ নিয়োগ প্রক্রিয়া ও এর সঙ্গে জড়িত সব পক্ষকে অনলাইনে যাচাই প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে করার আহ্বান জানান। বাংলাদেশের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশে এ সম্পর্কিত একটি তথ্য কেন্দ্র রয়েছে। বিদেশে নিয়োগ পাওয়া ২২ লাখেরও বেশি শ্রমিকের নিবন্ধন রয়েছে সেখানে। এসব শ্রমিক প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়েছেন। তিনি এ সময় সৌদি কর্তৃপক্ষের সামনে বাংলাদেশের শ্রমিকদের অবস্থান তুলে ধরেন। বলেন, বাংলাদেশ শুধু সৌদি আরবেই জনশক্তি রপ্তানি করে না। বাংলাদেশের দক্ষ জনশক্তি রয়েছে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও হংকংয়ের মতো জায়গায়। পরে তিনি বলেন, বাংলাদেশী শ্রমিকদের জন্য স্থানীয় শ্রম বাজার খুলে দিতে প্রস্তুত বলে জানিয়েছে সৌদি আরব।

No comments

Powered by Blogger.