জয় বাংলা স্লোগান দিয়ে বাসে আগুন- ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

রাজধানীর মোহাম্মদপুরে জয় বাংলা স্লোগান দিয়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তিন-চারটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। গতকাল সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মোহাম্মদপুর-মতিঝিল রুটের মৈত্রী পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব-১১-১৭৪৩) ইটপাটকেল ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এরপর পেট্রল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে চলে যায় তারা। এ সময় তিন-চারটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, আগুন দেয়ার বিষয়ে পুলিশের কাছে কোন তথ্য নেই।
নাশকতাকারীদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার
নাশকতাকারীদের ধরিয়ে দেয়ার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ তথ্য জানিয়ে বলেন, দুষ্কৃতকারী ও নাশকতাকারীদের অন দ্য স্পটে ধরিয়ে দেয়ার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হলো। সাধারণ মানুষ যারা ধরিয়ে দেবেন তারা এ পুরস্কার পাবেন। এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেয়ার কথা ঘোষণা করেছিলেন। তবে পুরস্কারের মূল্য কত হবে, তা পরে জানানো হবে বলে তিনি জানিয়েছিলেন। তার এ ঘোষণার একদিন পর পুরস্কারের মূল্যমান ঘোষণা করা হলো।

No comments

Powered by Blogger.