সেনা মধ্যস্থতার ইঙ্গিত নেই: ইউকে পার্লামেন্টের প্রতিবেদন

বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে যুক্তরাজ্যের পার্লামেন্ট সহিংসতার শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসতে বাংলাদেশের সব পক্ষের প্রতি সংযম ও মধ্যপন্থা অবলম্বন, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং একসঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছে। হাউস অব কমন্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেপরোয়াভাবে গণতন্ত্রের সঙ্গে খেলছেন, ব্যাপকভাবে এমন অভিযোগ উঠছে। এতে বলা হয়, তবে গণতন্ত্রের প্রতি খালেদা জিয়ার অঙ্গীকারের আন্তরিকতার বিষয়েও প্রশ্ন তুলেছেন বহু বিশ্লেষক। অনেকেই ভাবছেন, প্রকৃতপক্ষে খালেদা জিয়া হয়তো তার বর্তমান রাজনৈতিক কৌশলে সেনাবাহিনীকে মধ্যস্থতায় বাধ্য করার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর প্রত্যাশা করছেন। তবে এখন পর্যন্ত সে ধরনের কোন কিছু ঘটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের বিক্ষুব্ধ রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশের সরকারি দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি’র মধ্যে চলমান রাজনৈতিক সংঘাতের মধ্যেও বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছে ইউকে পার্লামেন্ট। হাউস অব কমন্সের এক প্রতিবেদনে আজ উল্লেখ করা হয়, প্রায় অব্যাহত রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যেও, বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাচ্ছে। সামনে বহু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, সামাজিক উন্নয়ন ইস্যুতে সন্তোষজনক অগ্রগতি হয়েছে বাংলাদেশের। সম্প্রতি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে চলমান সহিংসতা এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করে দেয়ার তীব্র নিন্দা জানিয়েছে। গত ৫ই জানুয়ারির সাধারণ নির্বাচনকে ঘিরে সহিংসতার যে সূত্রপাত হয়, তা অব্যাহত থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলোও।

No comments

Powered by Blogger.