রিয়াজ রহমানের ওপর হামলা ও সহিংসতায় মৃত্যুতে গিবসনের উদ্বেগ

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর আক্রমণ ও বাসে অগ্নিসংযোগে যাত্রীর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন বৃটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, আমি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর আক্রমনের ঘটনায় নিন্দা জানাচ্ছি এবং রংপুরে বাসে আক্রমণের ফলে প্রাণহানি ও আহত হওয়ার সংবাদে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ক্ষতিগ্রস্ত মানুষ ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি বলেন, আমি বাংলাদেশের মানুষের কাছে এসব অপরাধের যথাযথ তদন্তের এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহবান জানাচ্ছি। যুক্তরাজ্য সকল পক্ষকে সংযত থাকা, পরিমিতিবোধের চর্চা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সহিংসতা ও স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টির এই পুনরাবৃত্তি থেকে নিষ্কৃতি পেতে সংলাপে বসার আহবান জানিয়ে আসছে।

No comments

Powered by Blogger.