ফকল্যান্ডে থ্যাচারের ভাস্কর্য

ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জনের তিন দশক পর ওই দ্বীপে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী ইউরোপের লৌহমানবী মার্গারেট থ্যাচারের একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। রোববার ওই ভাস্কর্যের উদ্বোধন করা হয় বলে সোমবার ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে। মার্গারেট থ্যাচারের পুত্র স্যার মার্ক থ্যাচার আনুষ্ঠানিকভাবে ওই ভাস্কর্যের উদ্বোধন করেন। ১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধে জয়লাভ করে ব্রিটেন। ফকল্যান্ডের রাজধানী স্টানলিতে ৮ ফুট উচ্চতার ব্রোঞ্জ ভাস্কর্যটি নির্মাণে ব্যয় হয়েছে ৪০ হাজার পাউন্ড।
ফকল্যান্ডের স্থানীয় ভাস্কর স্টিভ ম্যাসন এটির নকশা করেছেন। ভাস্কর্যটির গায়ে ১৯৮২ সালের ৩ এপ্রিল প্রদত্ত মার্গারেট থ্যাচারের ভাষণের একটি অংশ খোদাই করা আছে। তা হল- ‘তারা (ফকল্যান্ডবাসী) সংখ্যায় অল্প হতে পারে, কিন্তু তাদের শান্তিতে বসবাসের অধিকার আছে। নিজেদের জীবন পদ্ধতি তারা নিজেরাই করবে।’ দুই মাসব্যাপী ফকল্যান্ড যুদ্ধে যুক্তরাজ্যের ২৫৫, আর্জেন্টিনার ৬৫০ ও ফকল্যান্ডের ৩ জন সৈন্য নিহত হয়। মার্গারেট থ্যাচারের মৃত্যু হয় ২০১৩ সালে।

No comments

Powered by Blogger.