রাজনৈতিক পরিস্থিতিতে ইইউ’র উদ্বেগ

দেশে সংঘাতময় ‘রাজনৈতিক পরিস্থিতি’ এবং ‘গণতন্ত্র চর্চার স্থান সঙ্কুচিত হওয়া’য় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলোর বাংলাদেশে থাকা মিশন প্রধানরা। বুধবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে তারা ওই উদ্বেগ প্রকাশ করেন। মন্ত্রীর সঙ্গে আলোচনায় ইইউ দূতরা দেশব্যাপী চলমান সহিংসতায় হতাহতের ঘটনা, সহায়-সম্পত্তি ধংস করা এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর দুবৃত্তদের হামলার নিন্দা জানান। দু:খ প্রকাশ করেন রংপুরের যাত্রীবাহী বাসে আক্রমণের ঘটনায়। ইউরোপের ২৮ রাষ্ট্রের ওই জোটের বাংলাদেশস্থ ডেলিশন প্রধানের কার্যালয় থেকে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

No comments

Powered by Blogger.