মালাওয়িতে বন্যায় নিহত ৪৮, বাস্তুচ্যুত ২৩,০০০

মালাওয়িতে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৮ জন প্রাণ হারিয়েছেন এবং ২৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। প্রেসিডেন্ট পিটার মুথারিকা এক ঘোষণায় বলেছেন, ২৮টির মধ্যে ১০টি জেলা দুর্যোগপ্রবণ অঞ্চলে রয়েছে। এ জেলাগুলো বন্যার পানিতে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে বহু গবাদিপশু, বিপুল পরিমাণ শস্য ও বাড়িঘর। প্রেসিডেন্ট মুথারিকা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দরিদ্র দেশটিকে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। মানুষ স্কুল, গির্জা ও উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন। স্থান সঙ্কুলানের অভাবে বহু মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। কোন কোন স্থানে বাড়িঘরের অস্তিত্বও চোখে পড়ছে না। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকায় কর্মকর্তারা বন্যা-আক্রান্ত অঞ্চলসমূহ পরিদর্শনে যেতে পারেননি। উদ্ধারকারী দলের সদস্যরাও প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন।

No comments

Powered by Blogger.