কিংবদন্তি শিল্পী কাইয়ুম চৌধুরী by সমরজিৎ রায় চৌধুরী

শিক্ষক হিসেবে কাইয়ুম চৌধুরী ছিলেন সফল। একই সঙ্গে বিভিন্ন সৃষ্টিশীল কর্মকাণ্ডেও তিনি সফলতার পরিচয় দিয়েছেন। তিনি পেইন্টিংয়ে পড়াশোনা করলেও গ্রাফিক ডিজাইনে বিভিন্ন শাখায় বেশি কাজ করেছেন এবং সেসব কাজে দক্ষতার পরিচয় রেখেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো, নিমন্ত্রণপত্র- এসব কাজেও তার যত্নের ছাপ অত্যন্ত স্পষ্ট। তিনি যেসব ছোট ছোট কাজ করেছেন যেমন প্রচ্ছদ পেস্টার, সেসব কর্মকাণ্ডেও তার দক্ষতা ও আন্তরিকতার পরিচয় পাওয়া যায়। তার সৃষ্টিশীল সব কর্মকাণ্ড আমাদের দেশের বড় সম্পদ।
কাইয়ুম চৌধুরী ছিলেন আমার শিক্ষক এবং পরে সহকর্মী। তিনি হঠাৎ চলে গেলেন কিন্তু তার স্মৃতি কখনও ভুলবার নয়। বিভিন্ন নান্দনিক শিল্পকর্মে তিনি ব্যতিক্রমী দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি আমাদের জন্য যেসব উপকরণ রেখে গেছেন, তা সঠিকভাবে সংরক্ষণ করা হলে এতে একদিকে যেমন এই মহান শিল্পীর স্মৃতির প্রতি আমাদের প্রতি সম্মান প্রদর্শন করা হবে, একই তার সেসব স্মৃতি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।
সমরজিৎ রায় চৌধুরী : সংখ্যাতিরিক্ত অধ্যাপক, গ্রাফিক্স ডিজাইন বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়

No comments

Powered by Blogger.